প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য

তাসাউফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান যা দীর্ঘ ১১ বছর থেকে নিজস্ব অর্থায়নে যে কোন প্রাকৃতিক ও মানবিক দূর্যোগে মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আমাদের দর্শন হলো মানবসেবার মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা।  
 
তাসাউফ ফাউন্ডেশনের রয়েছে শিশু নিবাস, নৈতিক শিক্ষা প্রদান কার্যক্রম, স্বাস্থ্যসেবা,  বয়স্ক সেবা সহ পাশেই আছি র মত বিভিন্ন প্রকল্প।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দরিনগুয়া গ্রামে দা এঞ্জেলস গার্ডেন এতিমখানা, মাদ্রাসাতুল ইত্তেবায়ে আহলে জিকির, তাসাউফ স্কুল এন্ড কলেজ এবং হিল থট মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ বিঘা জায়গা ক্রয় করা হয়েছে। সত্যিকার ইসলামকে পুনরুজ্জীবিত রাখার জন্য এই কার্যক্রম। এই কাজটুকু করতে আল্লাহর পথে অনেক সাহায্যকারীর প্রয়োজন। মানবকল্যানে ব্রত যেকোন ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের সহযোগী হিসেবে আমাদের কর্মসূচিতে সংযুক্ত হতে পারেন। 
আমরা মনে করি, 
লক্ষ লক্ষ মানুষের কাজও কখনো কখনো মানবতার কল্যাণ বয়ে আনতে পারেনা কিন্তু একই  মানসিকতার কিছু মানুষের ঐক্যবদ্ধ দানশীল হাত মানুষকে উপহার দিতে পারবে মানবতার বিজয়।।

শর্তাবলি

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।