প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য

অভিযাত্রিক ফাউন্ডেশন অন্যতম বৃহৎ সরকার-নিবন্ধিত (এনজিও রেজি নং: ৩৩০১, সোসাইটি রেজি নং: এস-১২০১৩) একটি বেসরকারি সংস্থা যা বাংলাদেশের  বিভিন্ন আর্থ-সামাজিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই, প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, মানবাধিকার এবং পরিবেশ এর মতো গুরুত্বপুর্ণ খাতে কাজ করছে। । জীবিকা প্রকল্প "সক্ষম" ২০১৬ সাল থেকে যাকাতের অর্থ দিয়ে ১২৫০টি দারিদ্র মানুষদের স্বাবলম্বী করেছে এবং আরো বড় লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে অভিযাত্রিক। এছাড়াও ২০১৩ সাল থেকে অভিযাত্রিক স্কুলের মাধ্যমে ৬০০ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে আসছে। স্কুলের শিক্ষার্থীরা স্কুল ড্রেস,বই,খাতা,কলম, পেন্সিল এবং খাবার বিনা মূল্যে পেয়ে থাকে। ফুড প্রোগ্রামের প্রকল্পের আওতায় আমার দাওয়াত এবং আপ্যায়ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে খাদ্য পেয়েছে ২ লাখের বেশি মানুষ।                                                                                                                                                    

শর্তাবলি

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।