এস ও এস চিল্ড্রেন্স ভিলেজেস বাংলাদেশ একটি বেসরকারি শিশু উন্নয়নমূলক সংস্থা যা ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া ও সিলেট: এই ছয়টি শহরে এসওএস বাংলাদেশ-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতিম বা পরিবার থেকে বিচ্ছিন্ন অসহায় শিশুদের পূর্ণ দ্বায়িত্ব নিয়ে পরিবারিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেয় এই সংস্থা। এস ও এস ফ্যামিলি লাইক কেয়ার প্রকল্পের আওতায় এক একটি পরিবারে মায়ের মমতা ও ভাই বোনের সান্নিধ্যে একটি স্বাভাবিক পরিবারিক পরিবেশে বড় হয়ে ওঠে এই শিশুরা। শিশু যত্নের আদর্শ মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ যেমন: পুষ্টিকর খাদ্য, বস্ত্র, গুনগত শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তাসহ সকল প্রয়োজন যথাযথভাবে পূরণ করে এসওএস চিলড্রেন্স ভিলেজ। ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হয়ে সমাজের মূলস্রোতধারার সাথে অঙ্গীভূত না হওয়া পর্যন্ত এই সব সহায়তা অব্যাহত থাকে। বর্তমানে মোট ১০০০ এর বেশি এতিম ও সমাজের অবহেলিত শিশু এই প্রকল্পে মাতৃস্নেহে লালিত পালিত হচ্ছে এবং ১৬৩০ জন ছেলেমেয়ে আত্ননির্ভরশীল হয়ে সমাজের মূলস্রোতধারায় সফলভাবে জীবনযাপন করছে।
এসওএস বাংলাদেশ-এর সকল কর্ম এলাকায়ই পরিবার শক্তিশালীকরণ প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় পরিবারসমূহকে নিজ পায়ে দাঁড়াতে সহায্য করা যাতে চরম আর্থীক দৈন্যতা বা অন্যকোন কারনে শিশুরা নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে না পড়ে।দুঃস্থ পরিবার সমূহের ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ, তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা, স্কুলে মিড –ডে- মিল প্রদান এবং সন্তানের যত্নদানে পরিবারের সামর্থ বৃদ্ধিতে এই প্রকল্প ভূমিকা রাখছে। বর্তমানে ৪০,০০০ এর বেশি দুর্দশাগ্রস্থ শিশু এবং তাদের পরিবার এই প্রকল্পের আওতায় বিভিন্ন সেবা পেয়েছে এবং এ পর্যন্ত ৩৭৫০ টি পরিবার সাবল
বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।