Information about institution

পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মজার ইশকুল :: Mojar School (একটি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগ) ২০১৩ সাল থেকে বিগত প্রায় ৮ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে প্রায় ৪,০০০+ নিবন্ধিত স্বেচ্ছাসেবীর সংগঠন মজার ইশকুল। ঢাকা ও মনপুরায় (ভোলা) মজার ইশকুল এর ৮ টি শাখায় প্রায় ২,০০০ জন সুবিধাবঞ্চিত পথশিশু নিয়মিত পড়াশুনা করছে। যার মধ্যে ৪টি শাখায় (স্থায়ী ইশকুল) জাতীয় শিক্ষাক্রম অনুসারে বিনামূল্যে ৭০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৪টি খোলা আকাশের নিচে পরিচালিত ইশকুলে মাসে প্রায় ১,৩০০ এর অধিক পথশিশুর বন্ধু হচ্ছে মজার ইশকুল এর স্বেচ্ছাসেবীরা

Terms & Conditions

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।