আইসিডিডিআর,বি বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ বিশ্বের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রধানতম স্বাস্থ্য সমস্যাগুলোর সুলভ ও সহজে বাস্তবায়নযোগ্য সমাধান আবিষ্কার ও কার্যকারিতা প্রমানে আইসিডিডিআর,বি সর্বদাই অগ্রগামী। ডায়রিয়া ও শিশুদের অপুষ্টি চিকিৎসায় ঢাকায় ও চাঁদপুরের মতলবে দুটি হাসপাতালের মাধ্যমে আইসিডিডিআর,বি প্রতিবছর ২ লাখের ও অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
আপনাদের আর্থিক সহায়তা মানুষের জীবন বাঁচানোর আইসিডিডিআর,বি-র প্রয়াসকে শক্তিশালী করবে।
বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।