সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ সরাসরি দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার সাথে সম্পৃক্ত। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেকটি হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে একটি করে রোগীকল্যাণ সমিতি রয়েছে। দানশীল ব্যক্তিবর্গের যাকাত ও সরকারি-বেসরকারি দান-অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে শতভাগ স্বচ্ছতার সাথে দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ, পথ্য, রক্ত, পরীক্ষা-নিরীক্ষা, বস্ত্র, হুইল চেয়ার, অপারেশন সামগ্রী প্রদান করা হয়। কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত সমাজকর্মীগণ পরিত্যক্ত শিশু, নিরাশ্রয় প্রবীণ ও অসহায় রোগীদের প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বাসন, কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যসেবাও প্রদান করে থাকে। এছাড়াও অতিদরিদ্রদের লাশ পরিবহন ও দাফনেও সহায়তা করা হয়। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম দেশের ৫৩৮ টি সরকারি-বেসরকারি হাসপাতালে বছরে গড়ে ৭ লক্ষ ৭৩ হাজার রোগীকে প্রায় ২৭ কোটি টাকা মূল্যের সহায়তা প্রদান করছে।
বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।