Information about institution

 ‘বিকাশ’ একটি শব্দ যা উন্নয়নের কথা বলে - যার মাধ্যমে ত্বরান্বিত হয়েছে মানুষের সমৃদ্ধি আর সামাজিক প্রবৃদ্ধি। ২০১১ সালে যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এই যাত্রায় মানুষের পাশে থাকতে নানাবিধ কর্মসূচিও গ্রহণ করে বিকাশ। সামাজিক দায়বদ্ধতার প্রথাগত ধারণা ভেঙে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বিকশিত মানুষ গড়ার আলোকযাত্রায় ২০১৪ সাল থেকে যুক্ত হয় বিকাশ। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।


বইয়ের সাথে বিকাশ-এর এই সম্পর্ক আরও প্রগাঢ় করতে ২০২০ সাল থেকে অমর একুশে বইমেলাতে বই সংগ্রহ ও বিতরণের এক ভিন্নধর্মী কর্মসূচি শুরু করে বিকাশ। একুশে বইমেলা প্রাঙ্গনে বিকাশ-এর বই অনুদান কেন্দ্রে পাঠক, লেখক, প্রকাশকদের কাছ থেকে এবং বিকাশ গ্রাহক সেবাকেন্দ্রে অনুদান হিসেবে নতুন-পুরোনো বই সংগ্রহ করা হয়। তারপর তা পৌঁছে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তের লাইব্রেরিতে যেখানে সুবিধাবঞ্চিত শিশুসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষেরা এই বইগুলো পড়তে পারেন। গত চার বছরে গ্রাহক-পাঠকের অনুদানে সংগৃহীত এবং বিকাশ-এর পক্ষ থেকে দেয়া মোট ১ লক্ষ ৪৭ হাজার বই পৌঁছে গেছে ২২৭টি লাইব্রেরিতে। একই ধারাবাহিকতায়, এবছর বই সংগ্রহের পাশাপাশি বই কেনার জন্য অনুদান হিসেবে টাকা সংগ্রহেরও উদ্যোগ নিয়েছে বিকাশ। ২০২৩ সালের মতো এবারও বিকাশ-এর এই বই সংগ্রহ ও বিতরণে সহযোগিতায় যুক্ত আছে প্রথম আলো ট্রাস্ট। 


একটি বই দিয়ে অথবা বই কেনার অনুদান দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জগৎ রঙিন করে তোলার এই যাত্রায় সঙ্গী হতে পারেন আপনিও। বিকাশ-এর মাধ্যমে দেয়া আপনার অনুদানকৃত টাকা প্রথম আলো ট্রাস্ট-এর একাউন্টে জমা হবে। সংগৃহিত বই এবং অনুদানের টাকা দিয়ে কেনা বই, প্রথম আলো ট্রাস্ট-এর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সারাদেশে। ছোট ছোট অংশগ্রহণে বইয়ের মাস ফেব্রুয়ারি হয়ে উঠবে আরো উৎসবমুখর।

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথম আলো ট্রাস্ট, একটি অলাভজনক প্রতিষ্ঠান। জনসাধারণ এবং বিভিন্ন কল্যাণকামী প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয় প্রথম আলো ট্রাস্ট। প্রতি বছর নিয়মিত প্রথম আলো ট্রাস্টের আয়-ব্যয়ের বিবরণ হিসেব করা হয়ে থাকে। সম্পূর্ণ অলাভজনক এই ট্রাস্ট কাজ করতে চায় এমন সব মানুষের মধ্যে, অনাকাঙ্ক্ষিত দুর্যোগ বা দুরবস্থা যাদের আশা ও স্বপ্ন মুছে দেয়। কাজ করতে চায় অ্যাসিড-সন্ত্রাসে বিপর্যস্ত নারী, মাদকাসক্ত যুবসমাজ, অর্থকষ্টে জর্জরিত অদম্য মেধাবী ছাত্রছাত্রী এবং সত্য উদ্ঘাটনে ব্রতী নির্যাতিত সাংবাদিকদের জন্যে।

Terms & Conditions

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।