সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে যাকাতের অর্থের কার্যকরী ব্যবহার, সংগ্রহ ও ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার লক্ষ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) কাজ করছে। এ লক্ষ্য নিয়ে সিজেডএম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের স্বাবলম্বী করা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষন ও কর্মসংস্থান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খাদ্য বিষয়ক সহায়তা, অসহায় নারীদের স্বাস্থ্যসেবা ও দক্ষতা প্রশিক্ষণ প্রদান এবং আরও নানা ধরনের মানবিক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে সিজেডএম- এর পরিচালিত কর্মসূচি থেকে হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষ সুফল ভোগ করছে। এ ছাড়াও সিজেডএম যাকাত সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য নানা ধরণের প্রচারণা ও উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।