বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক সংগঠন যারা থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় নিয়োজিত। এ সংগঠনটি ২০০২ সালে তাদের যাত্রা শুরু করে এবং পরবর্তীতে রোগীর ব্যবস্থাপনা এবং থ্যালাসেমিয়া সচেতনতা সৃষ্টির কাজে এর ব্যপ্তিপ্রসারিত হয়। এ সংগঠনটি সমাজকল্যাণ মন্ত্রনালয়-এর অধীনে রেজিস্ট্রেশান করা এবং থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর একটি নিয়মিত সদস্য। যথাযত চিকিৎসা, যত্ন ও সহযোগিতার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের জীবনের মান উন্নয়ন করাই এ সংগঠন-টির মোটো। চিকিৎসার খরচ জোগাতে অপারগ এমন গরিব, দুঃস্থ রোগীদের এ সংগঠনটি সহয়তা করে থাকে এবং তা সম্ভব হয় সমাজের নানা ক্ষেত্রের দানশীল মানুষ এবং সংস্থার অনুদান ও সহযোগিতার ফলে।
বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।