প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য

১৯০৫ সালে প্রতিষ্ঠিত আঞ্জুমানে মুফিদুল ইসলাম এক শতকের ও বেশি সময় ধরে সুনামের সাথে বিভিন্ন  সামাজিক এবং মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটির নেতৃত্ব এক সময় দিয়েছেন শের এ বাংলা এ কে ফজলুল হক, সৈয়দ নবাব আলি চৌধুরীর মতন মানুষেরা। 
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করা, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত খাদ্য, শিক্ষা, চিকিৎসা সহায়তা, অশনাক্ত মরদেহ দাফন সহ আরও নানা ধরনের মানবিক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম।

শর্তাবলি

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।